পাওয়ার সাপ্লাই কাকে বলে?
কম্পিউটারের যে অংশটি কম্পিউটারের সমস্ত অংশে বিদ্যুৎ সরবরাহ করে কম্পিউটারের বিভিন্ন অংশকে সচল রাখ তাকে পাওয়ার সাপ্লাই power supply বলে। আমরা যেসব পিসি ব্যবহার করি বা পার্সোনাল কম্পিউটার বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করি তাতে কোন ব্যাটারি থাকে না।
Whatsapp: 01556286526
এটি সরাসরি বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়। আমরা মাল্টিপ্লাগের সাথে কম্পিউটারে কানেক্ট করে প্রয়োজনীয় ক্যাবল (Useful Cable) এর মাধ্যমে কম্পিউটারকে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে থাকি। এই কম্পিউটার পরিচালনার জন্য বিদ্যুৎ প্রবাহের Alternative Current (AC) অথবা, Direct Current (DC) অবস্থায় রুপান্তর করে কম্পিউটারের কাজ কর্ম সম্পাদন হয়। তবে, উত্তর আমেরিকা (North America) ১২০ ভোল্ট অল্ডারনেটিভ বা 120 Volt Alternative Current এর মাধ্যমে বিদ্যুৎ কম্পিউটার ব্যবস্থা পরিচালনা করা হয়ে থাকে।
আবার ইউরোপে (Europ) এ এর মাত্র ২২-২৪০ ভোল্ট বা 220-240 ব্যবহার করা হয়ে থাকে। বিদ্যুৎ সরবরাহের জন্য বিভিন্ন অংশে বিভিন্ন পরিমাণ বিদ্যুতের ভোল্টেজ সরবরাহ করে থাকে।যেমন – পাওয়ার সাপ্লাইয়ের (power supply) বিভিন্ন চিপসের (Chips) ক্ষেত্রে সাধারণত 3.3 থেকে 5 ভোল্ট (5v) এর ব্যবস্থা থাকে। মোটর বা পুরান ড্রাইভের (Drive) জন্য 12 ভোল্টের ব্যবস্থা থাকে। তবে নতুন ড্রাইভ (New Drive) গুলির জন্য 5 ভোল্টে পরিচালিত হয়ে থাকে।

পাওয়ার সাপ্লায়ের প্রকারভেদ – Classification of Power Supply:
কম্পিউটারের পাওয়ার সাপ্লাই সাধারণ দুই ধরণের হয়ে থাকে (There are two kinds of Power Supply)। যেমন-
1. Linear Power Supplies
2. Switching Power Supplies
1. Linear Power Supplies লিনিয়ার পাওয়া সাপ্লাই: বিভিন্ন ধরণের ট্রান্সফরমারের উপর ভিত্তি করে যে সকল পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়ে থাকে তাদেরকে Linear Power Supplies – লিনিয়ার পাওয়া সাপ্লাই বলে।
2. Switching Power Supplies সুইচিং পাওয়া সাপ্লাই: ডিজিটাল পদ্ধতিতে তৈরিকৃত পাওয়ার সাপ্লাই সমূহকে Switching Power Supplies সুইচিং পাওয়া সাপ্লাই বলে। এই ধরণের পাওয়ার সাপ্লাই সাধারণ সুইচ অন-অপ পদ্ধতিতে ব্যবহৃত হয়ে থাকে।
পাওয়ার সাপ্লাইয়ে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র সমূহ (Useful Parts of Power Supply): প্রায় 5টি ভাষায় নির্দেশিত সাবধান বাণী সম্বলিত হলুদ রং এর বাক্সটিকেই পাওয়ার সাপ্লাই ইউনিট বলে। অনেক গুলি যন্ত্র বা যন্ত্রাংশের মাধ্যমে পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়। মূল বিদ্যুৎ ব্যবস্থা সরবরাহের যন্ত্রটিকে 1000 Microfarad Capacitor বলে। সুষ্ঠুভাবে বিদ্যুৎ সরবাহের জন্য উক্ত ক্যাপাসিটর (Capacitor) ব্যবহার করা হয়ে থাকে।
বৈদ্যুতিক ক্ষেত্রে ব্যবহার কৃত হোল্ডিং ট্যাংকস এর ন্যায় আকৃতির উক্ত ক্যাসাসিটর সমূতের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ হয়ে থাকে। এগুলি ছাড়াও এতে ট্রান্সফরমার (Transformer), রেক্টিফায়ার (Rectifier), ভোল্টেজ ড্রাইভার (Voltage Drive), কনডেন্সার (Condenser), ট্রাঞ্জিস্টার (Transistor), রেজিস্ট্যান্স (Resistance) (ডায়োড) Diode, ইন্টিগ্রেটেড সার্কিট (Integrated Circuit), জিনার ডায়োড (Ginner Diode) ইত্যাদি থাকে।

পাওয়ার সাপ্লাইয়ের সংযোগ ব্যবস্থা
সিস্টেম ইউনিটের বাইরের প্রান্তে একটি বোতাম টিপলেই সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশে বিদ্যুৎ ব্যবস্থা পরিচালনা করা হয়ে থাকে। পুনরায় উক্ত বোতামটি চাপলেই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়। কম্পিউটার সমস্ত যন্ত্রাংশে বিদ্যুৎ সরবরাহের নিমিত্তে ব্যবহৃত উক্ত সংযোগটির উপর প্রাপ্ত সাধারণ দুটি পাওয়ার কানেকশনের সাহায্যে যুক্ত।
মাদারবোর্ডে সংযোজনের জন্যে উক্ত দুটি সংযোগকে P8 এবং P9 নামে অভিহিত করা হয়। যে সমস্ত পাওয়ার সাপ্লাই দুটি সংযোগের মাধ্যমে সমস্ত কম্পিউটারকে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেগুলিকে স্ট্যান্ডার্ড পাওয়া সাপ্লাই (Standard Power Supply)বলে। অপরপক্ষে কেবল মাত্র একটি সংযোগের মাধ্যমে কম্পিউটারে বিদ্যুৎ সরবরাহের পাওয়ার সাপ্লাইকে নন-স্ট্যান্ডার্ড পাওয়ার সাপ্লাই (Non-Standard Power Supply) বলে।
P8 এবং P9 নামের উপরোক্ত দুটি সংযোগের সাহায্যে নিয়ন্ত্রণকৃত পাওয়ার সাপ্লাইকে ব্যবস্থা সাধারণত আইবিএম কম্পিউারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তবে, পুরানো কিছু কিছু মডেলের আইবিএম কম্পিউারের ক্ষেত্রে নন-স্ট্যান্ডার্ড পাওয়ার সাপ্লাই (Non-Standard Power Supply) ব্যবহার করা হয়ে থাকে। আর বর্তমানে যেসব কম্পিউটার পরিচালিত হয়ে থাকে সেগুলি সাধারণ দুটি সংযোগের মাধ্যমে বিদ্যুৎব্যবস্থা পরিচালিত হয়ে ও নিয়ন্ত্রিত হয়ে থাকে।
কম্পিউটারে ব্যবহৃত হার্ড ডিস্ক, ফ্লোপি ডিস্ক, টেপ ড্রাইভ ইত্যাদি যন্ত্রাংশ গুলি পরিচালনার জন্যে ব্যবহার কৃত পাওয়ার কানেকশন গুলিকে মালেক্স কানেক্টর (Molex Connector) ব্যবহার করা হয়ে থাকে। অপর দিকে 3.5 ইঞ্চি ফ্লোপি ড্রাইভকে সংযোজনের জন্যে ছোট আকৃতির বার্গ কানেক্টর (Berg Connector) ব্যবহার করা হয়ে থাকে।
P8 এবং P9 নামের এ পাওয়ার সাপ্লাইতে সাধারণ 12টি ক্যাবল (Cable) বা তার থাকে। P8 তে 6টি ক্যাবল এবং P9 এ 6টি ক্যাবল দ্বারা সংযুক্ত করা থাকে। এ ধরণের পাওয়া সাপ্লাইয়ে সংযুক্তকৃত ক্যাবল বা তার সমূহ বিভিন্ন রংয়ের হয়ে থাকে। যেমন – হলুদ, নীল, কমলা, লাল রংয়ের হয়ে থাকে। নিচের প্রদত্ত টেবিলটি দেখুন:

কম্পিউটারে ব্যবহৃত মাদারবোর্ডটিও পাওয়ার সাপ্লাই ইউনিটের সাথে সংযোজিত বিধায় এতে ব্যবহৃত বিভিন্ন প্রোব (Probe) গুলির রেজিস্ট্যান্স (Resistance) গুলি জানা থাকা দরকার। নিচের টেবিলের মাধ্যমে প্রতিটি কানেকশনের সর্বনিম্ন রেজিস্ট্যান্স গুলি উল্লেখ করা হলো:

পাওয়ার সাপ্লাই ইউনিটের (Power Supply Unite) বিভিন্ন অংশ:
পাওয়ার সাপ্লাই ইউনিজের সাধারণ দুটি অংশ বিদ্যমান থাকে। যেমন-
1. ইনপুট অংশ
2. আউটপুট অংশ
1. ইনপুট অংশ:
মূল বিদ্যুৎ লাইন থেকে যে অংশটি বিদ্যুৎ গ্রহণ করে সে অংশটিকে ইনপুট অংশ বলে। উক্ত অংশটি পাওয়ার লাইন থেকে বিদ্যুৎ সংগ্রহ করে তা কম্পিউটারের বিভিন্ন অংশে ছড়িয়ে দিতে সহায়তা করে। অর্থ্যাৎ পাওয়ার সাপ্লাই ইউনিটের যে অংশ মূল বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ সংগ্রহ করতে সহায়তাা করে সে অংশটিকে ইনপুট অংশ বলে।
2. আউটপুট অংশ:
বিদ্যুৎ লাইন থেকে ইনপুট অংশের সাহাযে বিদ্যুৎ প্রাপ্ত হবার পর কম্পিউটারের সকল অংশে বিদ্যুৎ সরবরাহ করার জন্য পাওয়ার সাপ্লাই ইউনিটের যে অংশটি কাজ করে থাকে সে অংশটিকে আউটপুট অংশ বলে। সঞ্চিত বিদ্যুৎ প্রবাহকে কম্পিউটারের সকল অংশে সরবরা করতে উক্ত অংশটি কাজ করে থাকে।
ইনপুট ও আউটপুট অংশে ব্যবহৃত যন্ত্রাংশসমূহ:
বিদ্যুৎ গ্রহণ ও তা কম্পিউটারের সর্বক্ষেত্রে পরিবাহিত করা জন্যে পাওয়ার সাপ্লাইয়ে বিভিন্ন ধরণের যন্ত্রপাতি ব্যবহৃত হয়ে থাকে। যেমন-
ট্রান্সফরমার – Transformer
অডিও ড্রাইভার ট্রান্সফরমার – Audio Drive Transformer
ভোল্টেজ ড্রাইভার ট্রান্সফরমার – Voltage Drive Transformer
ভিডিও ড্রাইভার ট্রান্সফরমার – Video Drive Transformer
রেক্টিফায়ার – Rectifier
দুই পিন রেক্টিফায়ার – Two Pin Rectifier
তিন পিন রেক্টিফায়ার Three Pin Rectifier
চার পিন রেক্টিফায়ার (ব্রীজ রেক্টিফায়ার) Four Pin Rectifier
কনডেন্সার – Condenser
ফিক্সড কনডেন্সার Fixed Condenser
মাইকা (Mica)
সিরামিক (Ceramic)
পেপার – Paper
ইলেকট্রোলাইটিক – Electrolytic
বুষ্টার – Booster
ভেরিয়েবল কনডেন্সার – Variable Condenser
রেডিও টিউনিং গ্যাং – Radio Tuning Gang
রেজিস্ট্যান্স – Resistance
ফিক্সড রেজিস্ট্যান্স – Fixe Resistance
কালার কোড (সহনশীল) Color Code
মাইক্রন – Micron
ওয়্যার রেজিস্ট্যান্স – Ware Resistance
ভেরিয়েবল রেজিস্ট্যান্স – Variable Resistance
ট্রান্সজিষ্টর – Transistor
এন পি এন N P N
পি এন পি P N P
আই সি (ইন্টিগ্রেটেড সার্কিট) – IC (Integrated Circuit)
ডায়োড (জিনার ডায়েড) – Diode/ Ginner Diode
পাওয়ার সাপ্লাই ইউনিটের কার্যাবলী সম্পাদনের জন্য উল্লিখিত যন্ত্র গুলি বিশেষ ভূমিকা পালন করে থাকে।
পাওয়ার সাপ্লাই ইউনিটের বিভিন্ন ধরণের সমস্যা ও সমাধান
কম্পিউটারের প্রতিটি যন্ত্রাংশিই বিভিন্ন সংযোগ সুবিধা আছে। যেহেতু প্রায় প্রত্যেকটি যন্ত্রই ইলেকট্রো মেকানিক্যাল (Electro Mechanical) তাই এগুলি পরিচালনায় বিভিন্ন রকমের সমস্যার ও সৃষ্টি হতে পারে। পাওয়ার সাপ্লাই ইউনিটটিও এর ব্যতিক্রম কিছুই নয়। নিম্নে সমাধান সমূহ তুলে ধরা হলো:

পাওয়ার সাপ্লাই ইউনিট ভাল ভাবে নিরীক্ষা করা
পাওয়ার সাপ্লাই্ ইউনিটে কোন প্রকা সমস্যা হলে পাওয়ার সাপ্লায়ের বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা পরীক্ষা করে দেখতে হয়। প্রথমেই এর সাথে সংযুক্ত তার গুলিকে ভাল ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হয়। উক্ত ক্যাবলগুলির সংযোগ সমূহের 104-130 ভোল্ট এর মধ্যে AC বিদ্যুৎ ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখতে হয়। এগুলি দেখার জন্য পরিমাপক মিটার ব্যবহার করা হয়।
দ্বিতীয়ত: ক্যাবল সমূহ অবশ্যই সিস্টেম বোর্ড এর মধ্যে স্থাপন করা হয়।
তৃতীয়ত: পাওয়ার সাপ্লাই অংশে ঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে কিনা তা দেখতে হয়।
চতুর্থত: পাওয়ার সাপ্লাইয়ের অন্যান্য অংশ সমূহ পরীক্ষা করে দেখতে হয়। ইহা ব্যবহারের জন্য মাল্টিমিটার ব্যবহার করা হয়ে থাকে।